খেলাধুলা ডেস্ক :: শুধু হ্যাটট্রিক নয়, ৪ বলে ৪ উইকেট! ২০১৮-১৯ রঞ্জি ট্রফিতে রাজস্থানের বিরুদ্ধে ম্যাচে হ্যাটট্রিক করেন জম্মু ও কাশ্মীরের মোহাম্মাদ মুদাসির। ম্যাচে মোট ৫ উইকেট নেন কাশ্মীরি এই পেসার।
ভারতীয় ক্রিকেটের ইতিহাসে নিজের নাম লিখে ফেলেন মুদাসির। তবে প্রথম নয়, রঞ্জির ইতিহাসে দ্বিতীয় বোলার হিসেবে ৪ বলে ৪ উইকেট নেওয়ার রেকর্ড করলেন তিনি। ১৯৮৮-র নভেম্বরে হিমাচলের বিরুদ্ধে ম্যাচে দিল্লির হয়ে ৪ বলে ৪ উইকেট নিয়েছিলেন শংকর সাইনি।
রাজস্থান বনাম জম্মু ও কাশ্মীরের রঞ্জি ম্যাচের দ্বিতীয় দিনে পর পর চেতন বিস্ত, তাজিন্দর সিং, রাহুল চহর এবং তনভির উল-হক’কে আউট করেন মুদাসির।
কমেন্ট