৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সিলেট জেলা ও মহানগর জাসদের আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রীক দল বাংলাদেশ জাসদ, সিলেট জেলা ও মহানগর জাসদের উদ্দ্যোগে গতকাল বুধবার রাত ৮টায় সিলেট নগরীর দরগাহগেইটস্থ জাসদ কার্যালয়ে জাসদের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা সভাপতি আলহাজ কলন্দর আলীর সভাপতিত্বে ও মহানগর জাসদের সাধারণ সম্পাদক নাজাত কবিরের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা জাসদের সাধারণ সম্পাদক ছয়ফুল আলম, মহানগর জাসদের সিনিয়র সহ-সভাপতি ফেরদৌস আরবি, জেলা জাসদের সহ-সভাপতি লাল মহন দেব, মহানগর জাসদের সমাজ সেবা সম্পাদক আব্দুল বাছিত বাদল, জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক মোঃ বাবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কবির উদ্দিন, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন, জেলা জাসদের সমাজ সেবা সম্পাদক জাফর আহমদ, মহানগর জাসদের যুগ্ম সম্পাদক জহির রায়হান, দক্ষিণ সুরমা জাসদ নেতা আব্দুল মন্নান স্বাধীন, ২৭নং ওয়ার্ড জাসদের সভাপতি মানিক মিয়া ও ২৭নং ওয়ার্ড জাসদের সাধারণ সম্পাদক বাবুল মিয়া। (প্রমুখ)

সভাপতির বক্তব্যে আলহাজ কলন্দর আলীর বলেন,সমাজ বিপ্লবের মাধ্যমে অসম্প্রদায়িক, বৈষম্যহীন ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৭২ সালের ৩১ অক্টোবর জাসদ প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠাকালিন আদর্শ বাস্তবায়নের জন্য জাসদ সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রেখেছে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *