বিক্ষোভের প্রস্তুতিকালে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ ৮ জন আটক

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে মঙ্গলবার বিকাল ৩ টার দিকে আটক হওয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদসহ অপর ৭ জনের বিরুদ্ধে নতুন মামলা দায়ের করা হয়েছে। বুধবার মামলাটি (নং-৪৫) দায়ের করা হয়। সেই মামলায় তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।

আটকের প্রায় ২৪ ঘন্টার মাথায় তাদেরকে কারাগারে নেয় কোতায়ালি থানা পুলিশ। এসময় তাদের আইনজীবী জামিনের আবেদন করলে আদালত জামিন মঞ্জুর না করে তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

আদালত পুলিশের ইন্সপেক্টর মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত যাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন তাদের মধ্যে আছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, যুগ্ম সম্পাদক মাহবুবুর রব ফয়সল, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাশেম, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক আলী হোসেন বাচ্চু, জেলা বিএনপির কার্যকরি কমিটির সদস্য মঈন উদ্দিন, বিএনপি কর্মী আল মামুন, আকবর অালী ও সজীব।

পুলিশ জানিয়েছিল পুরনো ‘নাশকতার’ মামলায় তাদেরকে আটক করা হয়েছে। কিন্তু বুধবার নতুন করে জানা গেছে আটককৃতদের সবাইকে নতুন মামলায় (নং-৪৫(১১)১৮) গ্রেফতার দেখানো হয়।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *