নিউজ ডেস্ক:: সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনকে গ্রেফতারের প্রতিবাদে সুপ্রিমকোর্টে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীরা।
মঙ্গলবার বেলা ১টার দিকে প্রায় শতাধিক আইনজীবী একটি মিছিল নিয়ে মাজারগেট, কদম ফোয়ারা ও মৎস্য ভবন হয়ে সুপ্রিমকোর্টে আসেন।
পরে সুপ্রিমকোর্ট চত্বরে সমাবেশে মিলিত হন তারা।
এসময় বক্তব্য রাখেন- সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, রফিকুল ইসলাম তালুকদার, কাজী কামরুল ইসলাম সজল, মির্জা আল মাহমুদ, মোহাম্মদ আলী প্রমুখ।
সমাবেশে বক্তারা ব্যারিস্টার মইনুল হোসেনকে অবিলম্বে মুক্তি দেয়ার জোর দাবি জানান।
অন্যথায় বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুশিয়ার দেন বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীরা।
কমেন্ট