শংকর দত্ত:: ছাতকের- ১১নং গোবিন্দগঞ্জ সৈদেরগাওঁ ইউনিয়নে ৯২ লক্ষ টাকা ব্যয়ে একটি পাকা রাস্তার উদ্বোধন করা হয়েছে।
২২ অক্টোবার, দুপুর ২ঘটিকার দিকে ইউনিয়নের বুড়াইগাওঁ টু পীরপুর (দয়ারাই- বাউবুগলী নওয়াগাওঁ) পর্যন্ত প্রায় ১২০০ মিটার অার সি সি রাস্তার উদ্বোধন করেন গোবিন্দগঞ্জ সৈদেরগাওঁ ইউনিয়নের চেয়ারম্যান অাকলাকুর রহমান,
উপজেলা LGED প্রকৌশলী মো: অাবুল মুনসুর মিয়া, জেলার LGED সহকারী ইঞ্জিনিয়ার মো: সালাউদ্দীন, উপজেলা LGED সহকারী ইঞ্জিনিয়ার রজত কান্ত দাস ও ঠিকাদার মো: ছাদিক মিয়া উক্ত উদ্বোধন অনুষ্টানে উপস্থিত ছিলেন ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য অানর অালী ও ৬নং ওয়ার্ডের সদস্য সুরেতাজ মিয়া এতে অারো উপস্থিত ছিলেন পরেশ চন্দ্র চন্দ, গৌছ উদ্দীন, অামির অালী, অাব্দুর রশিদ, সঞ্জয় তালুকদার প্রমুখ।