৮ দফা দাবীতে বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ

‘২৮ অক্টোবর সকাল ৬টা থেকে ৪৮ ঘন্টা কর্মবিরতি পালন করা হবে’

সড়ক পরিবহণ আইন ২০১৮ এর কতিপয় ধারা সংশোধনের লক্ষ্যে ৮ দফা দাবীতে বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন রেজি নং বি-১৭২৪ এর আয়োজনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২০ অক্টোবর কেন্দ্রীয় বাস টার্মিনাল কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। আগামী ২৮ অক্টোবর সকাল ৬টা থেকে ৪৮ ঘন্টা কর্মবিরতি পালন করা হবে।

৮ দফা দাবীগুলোর মধ্যে রয়েছে সড়ক দূর্ঘটনায় সকল মামরা জামিনণযোগ্য করতে হবে, শ্রমিকদের অর্থদন্ড ৫ লক্ষ টাকা বাতিল, সড়ক দূর্ঘটনা তদন্ত কমিটতে শ্রমিক প্রতিনিধি রাখা, ড্রাইভিং লাইসেন্সে শিক্ষাগত যোগ্যতা ৫ম শ্রেণি করা, ওয়েস্কেলে জরিমানা কমানো ও শাস্তি বাতিল, সড়কে পুলিশের হয়রানি বন্ধ, গাড়ী রেজিষ্ট্রেশণের সময় শ্রমিকদের নিয়োগপত্রে সংশ্লিষ্ট ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের সত্যায়িত স্বাক্ষর থাকার ব্যবস্থা করা, সকল জেলার শ্রমিকদের ব্যাপকহারে প্রশিক্ষণ দিয়ে ড্রাইভিং লাইসেন্স ইস্যু করা এবং লাইসেন্স ইস্যুর ক্ষেত্রে দুর্নীতি ও অনিয়ম বন্ধ করতে হবে।

সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন রেজি নং বি-১৪১৮ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিকের সভাপতিত্বে ও বাংলাদেশ পরিবহণ শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক সজিব আলীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ সড়ক পরবহণ শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাজী ওসমান আলী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিনিয়র সহ সভাপতি আব্দুর রহিম বক্স দুদু, হাজী সাদিকুর রহমান হিরু।

অন্যান্যের বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন রেজি নং বি ১৪১৮ এর কার্যকরি সভাপতি মো. রুনু মিয়া, সহ সভাপতি শাহ জামাল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুহিম, সহ সাধারণ সম্পাদক মো. ময়নুল ইসলাম ময়না, সাংগঠনিক সম্পাদক মো. আবুল হাসান, প্রচার সম্পাদক শেখ সোনাফর আলী লাকি, কোষাধ্যক্ষ মো. শামসুল হক মানিক, সদস্য মো. হারিছ আলী, মো. আতিকুর রহমান, হাফিজুর রহমান, বেলাল আহমদ, সুয়েব আহমদ, মকবুল হোসেন, বাদল, সিলেট জেলা সিএনজি অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং ৭০৭ এর কার্যকরি সভাপতি সুন্দর আলী খান, সাধারণ সম্পাদক মো. আজাদ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইকবাল আহমদ, সিলেট জেলা অটোরিক্সা, অটোটেম্পু রেজি-২০৯৭ এর কার্যকরি সভাপতি মতছির আলী প্রমুখ।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *