সিলেটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপুজা

সিলেটে অশ্রুজল আর ভালবাসায় দেবী দূর্গাকে বিদায় জানালেন সনাতন ধর্মবলম্বীরা। শুক্রবার বিজয়া দশমী পূজা শেষে বিকেল থেকে সুরমা নদীতে শুরু হয় প্রতিমা বিসর্জনের পালা। সন্ধ্যা রাত পর্যন্ত চলে দেবী দূর্গা বিসর্জন।

বাদ্য, বাজনা এবং পান-সিদুঁর আর মিষ্টিমুখ করিয়ে এক বছরের জন্য দেবী দূর্গাকে বিদায় জানানো হয়।

এর আগে দশমী পূজা সম্পন্ন করে পুষ্পাঞ্জলী গ্রহণের পর থেকে প্রতিমা বিসর্জনের প্রস্ততি নিতে থাকেন ভক্তরা। প্রতিমা বির্সজন দেখতে অন্য ধর্মবলম্বীরাও ভীড় জমান ক্বিন ব্রিজ ও সুরমা নদীর পাড়ে।

হিন্দু তরুণ সৌরভ বলেন, কষ্ট হলেও মাকে বিদায় জানাতে হলো। এক বছর পর আবারও মা আমাদের মধ্যে ফিরে আসবেন।

হিন্দু ধর্মমতে, কৈলাশ থেকে ঘুটকে (ঘোড়ায়) চড়ে দেবী মর্ত্যলোক আসেন। আজ মর্তলোক ছেড়ে সওয়ারে (পাকলী) চড়ে বিদায় নেন দুর্গাদেবী। অশ্রুসজল চোখে হিন্দু সম্প্রদায়ের লোকজন বিসর্জনদেন মা দুর্গার প্রতিমা। এর মাধ্যমে পাঁচদিনের সার্বজনীন মিলনমেলা সাঙ্গ হলো আজ।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *