নিজস্ব প্রতিনিধি:: চুনারুঘাটের দক্ষিনাচরণ পাইলট উচ্চ বিদ্যালয় (ডিসিপি) এর ভোকেশনালের শিক্ষক ত্রিদিব জ্যোতি পাল (৪৫) সড়ক দূর্ঘটনায় মারা যান। গতকাল শুক্রবার রাত ১১টায় শহরের মধ্যবাজারে পিকআপ ভ্যানের সাথে ধাক্কায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি হাসপাতালে যাওয়ার সময়মৃত্যুবরণ করেন।
স্থানীয়দের কাছে জানা যায়,ওই দিন রাতে রিক্সাযোগে ছেলেকে নিয়ে বাসা থেকে হাসপাতাল যাওয়ার পথে মধ্যবাজারে একটি পিকআপ ভ্যান রিক্সাটিকে ধাক্কা দেয়। এতে ত্রিদিব জ্যোতি পাল রিক্সা থেকে রাস্তায় ছিটকে পড়ে যান।
পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।
কমেন্ট