পিঠ বাঁচাতে ম্যারাডোনার পিছুটান!

স্পোর্টস ডেস্ক:: লিওনেল মেসির প্রশংসা করতে গিয়ে বেফাঁস মন্তব্য করে উল্টো নিজের বিপদ ডেকে এনেছেন দিয়েগো ম্যারাডোনা। তোপের মুখে এখন নিজের পিঠ বাঁচাতে ডিগবাজি খেতে হচ্ছে ’৮৬ বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন কিংবদন্তিকে। তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, এমন ব্যাখ্যা করতে ম্যারাডোনা নিজেই ফোন করবেন মেসিকে। ফোনে নিজের উত্তরসূরির কাছে ক্ষমাও চাইতে পারেন তিনি! চারদিক থেকে যেভাবে সমালোচনার তীর ধেয়ে আসছে তাতে সুর না পাল্টে উপায়ও নেই ম্যারাডোনার।

সম্প্রতি মেক্সিকোর একটি টিভি শো’তে কথা প্রসঙ্গে মেসির নেতৃত্বগুণ নিয়ে ম্যারাডোনা বলে বসেছিলেন, ‘ম্যাচের আগে যে ২০ বার বাথরুমে যায়, সে কীভাবে নেতা হবে।’ ম্যারাডোনা আসলে বোঝাতে চেয়েছিলেন, আর্জেন্টিনার জার্সিতে সেরা মেসিকে পেতে হলে তার কাঁধ থেকে নেতৃত্বের বোঝা সরাতে হবে। কিন্তু কথাটা তিনি নিজস্ব ঢঙে বলায় তার ওপর ক্ষেপেছেন সবাই।

বার্সেলোনা মুখপাত্র জোসেপ ভিভেস রীতিমতো তোপ দেগেছেন, ‘মানুষের কথা শুনেই বোঝা যায় সে কোন জাতের।’ আর্জেন্টাইন কিংবদন্তি মারিও কেম্পেস বলেছেন, ম্যারাডোনা মুখ খুললেই ঝামেলা। কারও প্রতিই তার শ্রদ্ধা নেই।’

এমন অগ্নিগর্ভ পরিস্থিতিতে ম্যারাডোনার আইনজীবী মোরলা এক বিবৃতিতি জানিয়েছেন, ‘নিজের কথার ব্যাখ্যা দিতে মেসিকে ফোন করবেন ম্যারাডোনা। জানি না সেটা ক্ষমা প্রার্থনা হবে কি না, তবে মেসিকে তিনি সত্যটা জানাবেন। বলবেন, তিনি ওভাবে বলেননি। মেসিকে আগলে রাখাই তার লক্ষ্য ছিল। কিন্তু তার কথার ধরনের কারণে মিডিয়া ঝামেলা বাধানোর চেষ্টা করছে। দিয়েগোর মন খুবই খারাপ। অনেকের মন্তব্য, বিশেষ করে মারিও কেম্পেসের কথায় তিনি ভীষণ দুঃখ পেয়েছেন।’

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *