নিজেস্ব প্রতিনিধি :: নবীগঞ্জ উপজেলাস্থ আউশকান্দি ইউনিয়নের দক্ষিন দৌলতপুর ৩৬০ অাউলিয়া স্মৃতি পরিষদ পরিচালিত “হযরত শাহজালাল লতিফিয়া ক্যাডেট মাদরাসা”র ম্যানেজিং কমিটি ও শিক্ষার্থীদের মধ্যে গত ৪ অক্টোবর ২০১৮ সৃষ্ট ভুল বুঝাবুঝির কারণে এক অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হলে, গতকল্য ১৪ অক্টোবর ২০১৮, রবিবার বেলা ২ টায়,স্থানীয় ক্যাডেট মাদরাসায় এক অালোচনা সভা ও বিশেষ দু’অা মাহফিলের মাধ্যমে সমস্যার সমাধান হয়।
মাদরাসার সভাপতি মো.অানছার মিয়ার সভাপতিত্বে ও মাওলানা মাছুম অাহমদ সিদ্দিকীর পরিচালনায় প্রধান অতিথির দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন,বাংলাদেশ অানজুমানে অাল ইসলাহ’র মুহতারাম কেন্দ্রীয় সভাপতি হযরত অাল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী,বিশেষ অতিথির বক্তব্য রাখেন,কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা ছরওয়ারে জাহান,উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অাল ইসলাহ সদস্য অধ্যক্ষ মাওলানা এম.এ নূর,অালহাজ নুরুল ইসলাম চৌধুরী,অাউশকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.মুহিবুর রহমান হারুন,সাবেক চেয়ারম্যান মো.দিলওয়ার হোসেন,নবীগনজ উপজেলা অাল ইসলাহ’র সভাপতি মাওলানা এম.এ ছবুর,সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ সজ্জাদুর রহমান,লতিফিয়া ক্বারী সোসাইটি নবীগনজ উপজেলা সভাপতি মাওলানা মো.অাব্দুল হান্নান,নবীগনজ হযরত শাহজালাল লতিফিয়া ক্যাডেট মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো.কুতুব উদ্দিন খান,নবীগনজ উপজেলা তালামীযের সভাপতি অাহমাদ অাদিল অাল জাবের,সহ-সভাপতি মো.শামসুল ইসলাম,সাংবাদিক এম.এ অাহমদ অাজাদ,নবীগনজ পিটুয়া হাফিযিয়া মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা হাফিয সাজ্জাদুর রহমান অাল হাসান, ছাত্রলীগ নেতা এম.এ.সবুর,নবীগনজ পৌর অাল ইসলাহ’র অাহবায়ক হাফিয মো.অাবু সুফিয়ান,সদস্য মো.অাব্দুল হামিদ নিকছন,ইউ/পি সদস্য মো.অাব্দুল মুকিত,মো.অাল অামিন খান,বিশিষ্ট মুরব্বী মো.অাবুল কালাম অাজাদ চৌধুরী,মো.ফারুক মিয়া,মো.ফুলকাছ মিয়া,মো.অাহমদ হোসেন চৌধুরী,নবীগনজ উপজেলা তালামীযের সহ-সাধারণ সম্পাদক মো.জাহেদ হাসান জীবন,সাংগঠনিক সম্পাদক মো.জাহানগীর অালম,সহ-সাংগঠনিক সম্পাদক মো.ফয়েজ অাহমদ,মোজাহিদ অাহমদ,সহ-প্রচার সম্পাদক মো.সিতার অালী,অর্থ সম্পাদক তালুকদার অাবুল হায়াত রুহিন,সহ-প্রশিক্ষণ সম্পাদক মো.মাসুদ অাহমদ,অাউশকান্দি ইউনিয়ন সভাপতি মো.নাবিল ইসলাম চৌধুরী প্রমূখ।এছাড়া অারো উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ,অালিমউলামা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন,সুশীল সমাজ,এলাকাবাসি,শিক্ষার্থীগন,সাংবাদিকবৃন্দ।