নিউজ ডেস্ক::
তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় জামিন পেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
রোববার দুপুরে চট্টগ্রাম মহানগর হাকিম আকবর হোসেন মৃধার আদালত এ জামিন দেন। এসময় আদালতে আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।
আমীর খসরুর আইনজীবী মফিজুল হক ভূঁইয়া জানান, আইসিটি আইনে করা এ মামলায় উচ্চ আদালত থেকে নেয়া জামিনের মেয়াদ শেষ হয় গতকাল। তাই নিয়মানুযায়ী আজ নিম্ন আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করা হলে আদালত আগামী ২১ অক্টোবর পর্যন্ত আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিন মঞ্জুর করেন এবং সেদিন পূর্ণাঙ্গ শুনানির দিন ধার্য করেন।
নিরাপদ সড়কের দাবীতে ছাত্রদের করা আন্দোলনের সময় আমীর খসরু মাহমুদের ফাঁস হওয়া এক অডিও রেকর্ডে উসকানি দেয়ার অভিযোগে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর বাদী হয়ে নগরীর কোতোয়ালি থানায় এ মামলা দায়ের করেন।