কানাইঘাটে সুরমা ও লোভা নদী ভাঙ্গনে ৭টি গ্রাম হুমকির মূখে

কানাইঘাটের সুরমা ও লোভা নদীর অব্যাহত ভাঙ্গনে হুমকির মূখে পড়েছে ৭টি গ্রাম। ইতোমধ্যে কান্দেবপুর নামক গ্রামটি নদীগর্ভে বিলিন হয়ে গেছে। নদীর ভাঙ্গন দিন পর দিন তীব্র আকার ধারণ করায় হুমকির মূখে পড়েছে ৭টি শিক্ষা প্রতিষ্ঠান।

ভুক্তভোগি লোকজন অবিলম্ব তাদের বাপ-দাদার ভিটে মাটি রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। গতকাল শনিবার দুপুরে নদী ভাঙ্গন কবলিত ডালাইচর থেকে আমরীখাল পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার ব্যাপি মানববন্ধনে এলাকাবাসী প্রধানমন্ত্রীর নিকট এ দাবি জানান। মানববন্ধনে বক্তারা বলেন, নদী ভাঙ্গন কবলিত এই এলাকায় প্রতিদিন নদী গর্ভে বিলীন হচ্ছে সুরমা ডাইকের রাস্তা ও বাড়ী ঘর।

ভাঙ্গন প্রতিরোধে দ্রুত সরকারী উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। সুরমা ও লোভা নদীর অব্যাহত ভাঙ্গনে এলাকার বিভিন্ন গ্রামের ফসলী জমি, বাড়ী-ঘর, রাস্তা-ঘাট প্রতিদিন নদী গর্ভে বিলীন হচ্ছে। এব্যাপারে কোন ধরনের কার্য্যকরি ব্যবস্থা গ্রহণ না করায় নদী ভাঙ্গনের সচিত্র সরকারের কাছে তোলে ধরার জন্য মূলত এ মানববন্ধন আয়োজন করা হয়েছে।

এসময় বক্তারা, সুরমা ও লোভা নদীর অব্যাহত নদী ভাঙ্গন রোধে এ এলাকার ১০ কিলোমিটার নদী ভাঙ্গন কবলিত এলাকা অতি দ্রুত বেঁড়ি বাঁধ নির্মাণ করতে উন্নয়নের সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করেছেন। নদী ভাঙ্গন প্রতিরোধ কমিটির সভাপতি এডভোকেট আব্দুর রহিমের সভাপতিত্বে ও দক্ষিণ লক্ষীপ্রসাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমাছ উদ্দিনের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী।

বক্তব্য রাখেন, সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার কানাইঘাট সরকারী কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল অধ্যক্ষ সিরাজুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, কানাইঘাট পৌর মেয়র নিজাম উদ্দিন, কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি মামুন রশিদ (চাকসু), সিলেট প্রেসক্লাবের সহ সভাপতি এম. এ হান্নান, চিত্রশিল্পী ভানু লাল দাস, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক রিংকু চক্রবর্তী, বিশিষ্ট মুরব্বী ফরিদ উদ্দিন, কাউন্সিলর তাজ উদ্দিন।

এসময় ২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি চেয়ারম্যান জেমস্ লিও ফারগুসন নানকা, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল হক, মুক্তিযোদ্ধা মাষ্টার মঞ্জুর হোসেন, নদী ভাঙ্গন প্রতিরোধ কমিটির সহ সভাপতি বদরুল আলম চৌধুরী বাবু, উপজেলা যুবলীগের আহ্বায়ক এনাম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক শাহাব উদ্দিন, মাষ্টার নুরুল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী হোসাইন আহমদ, ছাত্রলীগ নেতা ইয়াহিয়া ডালিম, রেজোয়ান এইচ মিনু প্রমুখ উপস্থিত ছিলেন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *