সিলেটে বাংলাদেশ বিমানের জরুরি অবতরণ : ৬৫ যাত্রীর সবাই নিরাপদ

যান্ত্রিক ত্রুটির কারনে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘বিজি-৬০১’ একটি ফ্লাইট।বুধবার (০৩ অক্টোবর) বিকেল ৪টা ২০মিনিটে ঢাকা থেকে আসা ফ্লাইটটি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়েতে জরুরি অবতরণ করে। এতে বড় ধরণের দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন ৬৫ যাত্রী।
বিমানের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে ৬৫ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে সিলেটে আসা ফ্লাইটটি আকাশে থাকাবস্থায় যান্ত্রিক ত্রুটির বিষয়টি ধরা পড়ে। তখন পাইলট বিষয়টি যাত্রীদের অবহিত করলে যাত্রীদের কেউ কেউ তখন কান্নায় ভেঙে পড়েন।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, উড়োজাহাজটি ল্যান্ডিংয়ের সময় ডান পাশের চাকায় সমস্যা দেখা দেয়। প্রথম চেষ্টায় অবতরণ করতে পারেনি। পরে দ্বিতীয়বারের চেষ্টায় ইমার্জেন্সি ল্যান্ডিং করে। তবে কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
ফ্লাইটে থাকা যাত্রীরা বলেন, আল্লাহর শুকরিয়া যে দুর্ঘটনা ঘটেনি। বিমানটির ডান পাশের চাকায় সমস্যা দেখা দিয়েছিল। এ বিষয়টি জানার পর যাত্রীদের অনেকেই কান্নাকাটি শুরু করেন, অনেকেই আল্লাহর নাম জপতে থাকেন। বিমানের পাইলট খুবই দক্ষতার সাথে দুইবারের চেষ্টায় ল্যান্ড করেন।
এ বিষয়ে বিমানের সহকারী স্টেশন ম্যানেজার ওমর হায়াত বলেন, বিমানের চাকায় সামান্য সমস্যা হয়েছিল। কোনো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই ফ্লাইট অবতরণ করেছে।
কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *