নিজস্ব প্রতিনিধি :: বাহুবলে ১ কেজি গাঁজাসহ সাদ্দাম হোসেন (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাহুবল মডেল থানা পুলিশ। গত সোমবার রাত ১টায় উপজেলার ভৈরবীকোণাস্থ ঢাকা-সিলেট মহাসড়ক থেকে তাকে গাঁজা পাচারকালে আটক করা হয়। আটককৃত সাদ্দাম হোসেন সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার চানপুর গ্রামের মোঃ সুলতান মিয়ার পুত্র।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল মডেল থানার এসআই সহিদুল ইসলাম ও এসআই আব্দুর রহিমের যৌথ নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে সাদ্দাম হোসেনকে উপজেলার ভৈরবীকোণা নামক স্থান থেকে গাাঁজা পাচারকালে হাতেনাতে আটক করা হয়।
এ ব্যাপারে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী বলেন, আটককৃত সাদ্দাম হোসেন একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক পাচারের মামলা রয়েছে। তাকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।