স্কুল ছাত্রকে অপহরনের অভিযোগে আটক দুই যুবকের আদালতে স্বীকারোক্তি জবানবন্দি দিয়েছে

নিজস্ব প্রতিনিধি :: হবিগঞ্জ সদর উপজেলার রামপুর থেকে স্কুল ছাত্র অভিজিৎ অপহরণের ঘটনায় আটক দুই যুবক স্বীকারোক্তি মুলক জবানবন্দি দিয়েছে। অপরদিকে, অভিজিৎ ১১ কে তার পিতা মাতার জিম্মায় দিয়েছেন আদালত।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তাদেরকে ডিবি পুলিশ ও সদর থানা পুলিশ কড়া নিরাপত্তার মধ্য দিয়ে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শম্পা জাহানের আদালতে হাজির করা হয়। ৩০ মিনিট ১৬৪ ধারায় জবানবন্দি দেয় অপহরণকারী সদর উপজেলার মজলিসপুর গ্রামের সিরাজ আলীর পুত্র কিতাব আলী (১৮) ও নয়া পাথারিয়া গ্রামের প্রফুল্ল রবিদাসের ছেলে রিপন রবিদাস (২০)।

তারা উক্ত ঘটনার কথা স্বীকার করে এবং টাকার জন্য তারা তাকে অপহরণ করেছিল বলে জানায়। এবং তাদের সাথে থাকা জড়িত অন্যান্যদের নাম প্রকাশ করে। তবে পুলিশ তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করেনি। অপরদিকে, স্কুল ছাত্র অভিজিতের জবানবন্দি রেখে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তার বাবা ও মা মাইটি রানী সূত্রধরের জিম্মায় দিয়ে দেন।

প্রসঙ্গত, সম্প্রতি স্কুল থেকে ফিরে বাড়ির পাশে মাঠে খেলা করছিল। এক পর্যায়ে দুর্বৃত্তরা তাকে অপহরণ করে নিয়ে যায় এবং তার পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপন দাবী করে। বিষয়টি পুলিশ জানালে মোবাইল টেকিংয়ের মাধ্যমে গত সোমবার সন্ধ্যায় সাতছড়ি গহীন অরণ্যে থেকে পুলিশ চতুর্থ শ্রেণীর ছাত্র অভিজিৎসহ দুই অপহরণকারীকে ছুরাসহ আটক করে।

এসময় তাদের তথ্য অনুযায়ী শহরের হরিপুর থেকে আশরব আলীর পুত্র মুর্শেদ নামে এক যুবককে আটক করা হয়। আটককৃত কিতাব আলী ও রিপনকে কারগারে প্রেরণ করা হয়েছে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *