নিজস্ব প্রতিনিধি :: হবিগঞ্জ, বাহুবল উপজেলার বশিনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল হাই বিগত ১৪ই আগস্ট বশিনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চুতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে রোমের ভেতরে প্রায় ঘন্টার সময় আবদ্ধ রেখে ধর্ষণের চেষ্ঠাকালে শিশুটির চিৎকারে অন্যান্য শিক্ষক ও এলাকার মানুষ এসে রুমটি তালাবদ্ধ করে দেয়।
পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা অফিসারসহ উক্ত বিষয়টি অবগত হন। যা বিভিন্ন দৈনিক পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে। বশিনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল হাই বিগত ২৫/০৩/২০১৮ ইং বাহুবলে এক ব্যক্তির বাড়ি থেকে তার একটি নারী চক্রসহ ১০/১২ লোক নিয়ে প্রায় ৮ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে পালিয়ে আসে।
উক্ত চুরির ঘটনায় হবিগঞ্জ আদালতে একটি চুরির মামলা হয়। যার নং-সিআর ৪৮৪/১৮। শিক্ষক আব্দুল হাই চুরির ঘটনা ছাড়াও তার উপরে আরও একাধিক মামলা রয়েছে।
সিআর ৪৯৫/৪৮৪, জিআর ৫৫/২০০৭, মিস ৯২২/১৮। আব্দুল হাই বাহুবল উপজেলার বশিনা গ্রামের মৃত আব্দুল গফুরের পুত্র জানা যায়।