শাহপরাণ থানার শ্যামলী আবাসিক এলাকা থেকে শিবিরের ৫ নেতাকর্মী আটক

সিলেট মহানগরের শাহপরাণ থানার শ্যামলী আবাসিক এলাকায় অভিযান চালিয়ে ৫ শিবির নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

এসময় তাদের কাছ থেকে বেশ কিছু জিহাদী বইও উদ্ধার করা হয়। শুক্রবার দিবাগত রাতে ওই এলাকার ১নং রোডের ৩৭নং বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হচ্ছে- শিবিরের সদস্য নাজমুল হোসেন বাবু (২৬), আব্দুল জলিল (২১), সাথী নজরুল ইসলাম সাব্বির (২৩), গালিব আহমদ (২৭) ও শিবির কর্মী ময়েজ আহমদ সাজু (২০)। পুলিশ জানায়, তারা দেশের স্বাভাবিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর এবং জনগণের মধ্যে ভীতি সৃষ্টির জন্য গোপন বৈঠকে মিলিত হয়েছিল।

মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মুহম্মদ আবদুল ওয়াহাব বিষয়টি নিশ্চিত করে জানান, ‘আটককৃতদের বিরুদ্ধে শাহপরাণ (রহ:) থানার এসআই প্রদীপ সরকার বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছেন।’ তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *