প্যানেল চেয়ারম্যান-১ মো: সাহিদুর রহমান দ্বিতীয় বারের মতো আবারও ভারপ্রাপ্ত চেয়ারম্যান

কয়েস মাহদী:: নবীগঞ্জ উপজেলাস্থ ৫নং আউশকান্দি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দ্বিতীয়বারের মতো দায়িত্বভার গ্রহণ করলেন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান-১ মোঃ সাহিদুর রহমান।

গত ১০ সেপ্টেম্বর (সোমবার) সকাল ১০টায় ৫নং আউশকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মহিবুর রহমান (হারুন) তাঁর ব্যক্তিগত সফরে যুক্তরাজ্য গমনের লক্ষ্যে ৩ মাসের ছুটিকালীন সময়ের জন্য তিনি আনুষ্টানিকভাবে প্যানেল চেয়ারম্যান-১ মোঃ সাহিদুর রহমানকে দায়িত্বভার অর্পণ করেন।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ সাহিদুর রহমান তাঁর উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য আউশকান্দি ইউনিয়ন পরিষদের সকল মেম্বার ও সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বারসহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি আরও বলেন আমাদের আউশকান্দি ইউনিয়নের ঐতিহ্য যেন কোন কারণে প্রশ্নবিদ্ধ না হয় সে দিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *