বিনোদন ডেস্ক::
ক্রিকেটারের প্রেমে হাবুডুবু- চোখ খোলা রাখলে লক্ষ্য করলেই দেখা যায় শোবিজ অঙ্গনের সঙ্গে ক্রিকেট অঙ্গনের বেশ ভালো একটা যুগ সূত্র। কেউ মুগ্ধ হন খেলায় আবার কেউবা অভিনয়ে। ভারতীয় শোবিজ অঙ্গনে এটা এখন নিত্য দিনের চর্চা। সম্প্রতি দেখা গেল এক ক্রিকেটারের প্রেমে মজেছেন অভিনেত্রী এশা গুপ্তা। এক্ষেত্রে পিছিয়ে নেই বাংলাদেশের অভিনেত্রীরাও।
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়ার সমস্ত সাক্ষাৎকারেই কোনো না কোনো কথা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এবার ভাইরাল ক্রিকেট অঙ্গনের এক ক্রিকেটারের প্রেমে মজেছেন বলে। তবে সেই প্রেমকাহনটা ছিলো এক পক্ষীয়।
জানালেন নিজের প্রথম ‘ক্রাশ’ -এর নাম। টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে জানালেন অভিনেত্রীর ক্রাশের কথা, ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার প্রেমে নাকি পাগল তিনি।
মাশরাফিই তাঁর প্রথম ভাল লাগা মানুষ বলে জানিয়েছেন অভিনেত্রী ৷ শবনমের ভাষ্য, “২০০৯ সালে একটা ম্যাচ দেখতে গিয়ে প্রথম যেদিন সরাসরি মাশরাফিকে সামনের থেকে দেখি, আমার পা কাপছিল।
আমি শুধু মাশরাফির ভক্ত-ই নই, আমার প্রথম ক্রাশ বলতে পারেন মাশরাফি ৷ তবে ওর সঙ্গে প্রথমবার দেখা হওয়ার পর আমি কথা বলত পারিনি ৷ শুধু তাকিয়ে দেখেছিলাম মাশরাফিকে ৷”