এশিয়ান গেমসের মশালটি আজ নিভে যাবে

স্পোর্টস ডেস্ক::
দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞ এসএ গেমসের সেই মশালটি নিভে যাবে আজ। গত ১৮ আগস্ট ‘ফিল দ্য এনার্জি ফর এশিয়া’ স্লোগান নিয়ে ইন্দোনেশিয়ার দুটি শহর রাজধানী জাকার্তা ও সুমাত্রার বন্দর নগরী প্যালেমবাংয়ের ১১ ভেন্যুতে ১৮তম এ আসর শুরু হয়েছিল।

গত ১৫ দিনে ৪৫ দেশ ৪০টি ক্রীড়ায় ৪৬৫ ইভেন্টে ৪৭২ স্বর্ণের জন্য লড়াই করেছে। অংশ নেয় প্রায় ১০ হাজার অ্যাথলেট।

সবচেয়ে ঐতিহাসিক ব্যাপার ছিল দীর্ঘদিন যুদ্ধ-বিগ্রহে লিপ্ত দুই কোরিয়ার সম্মিলিত দল হিসেবে অংশ নেয়া। এখনও একটি স্বর্ণের লড়াই বাকি, আজ রবিবার (২ সেপ্টেম্বর) সমাপনী উৎসবের আগেই ট্রায়াথলনের ফয়সালা হয়ে যাবে।

ব্যতিক্রমী বৃহদাকার মঞ্চে যেভাবে ইন্দোনেশিয়ার সংস্কৃতি ও ঐতিহ্য ফুটে তোলা হয়েছিল একইভাবে আজ সমাপনী উৎসব আয়োজনের মধ্যে দিয়ে পর্দা নামবে এবারের আসরের।

জাকার্তার গ্যালোরা বাং কারনো স্পোর্টস কমপ্লেক্সেই হবে সমাপনী অনুষ্ঠান। বরাবরের মতো শ্রেষ্ঠত্ব নিয়েই শেষ করছে ১২৯ স্বর্ণ জেতা চীন, ৭২ সোনা জিতে তাদের পেছনে জাপান এবং স্বাগতিকরা ৩১ স্বর্ণ জিতে চার নম্বরে থেকে শেষ করছে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *