আজিজুল ইসলাম সজীব:: হবিগঞ্জের বাহুবলে উপজেলার ২ নং পুটিজুরী ইউনিয়নের অন্তর্গত বৃন্দাবন বাগানের এলাকা থেকে বাবুল বুনার্জী (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গতকাল দুপুর ২টার দিকে উল্লেখিত স্থান থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী, বাহুবল উপজেলার ২ নং পুটিজুরী ইউনিয়নের বৃন্দাবন বাগানের দীলিপ বুনার্জী এর পুত্র।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট বিভাগীয় সহকারী উপ-পরিদর্শক সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এ সময় আটককৃত আসামীর বসত বাড়ী তল্লাসী করে ১০০ লিটার চোলাই মদের উপকরণ, ১০ লিটার দেশীয় চোলাই মদ এবং ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য প্রায় ১ লক্ষ ৪ হাজার টাকা ।
এ ব্যাপারে সিদ্দিকুর রহমানের জানান, আটককৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে এ বাগানে অবৈধভাবে মাদকের ব্যবসা করে আসছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।