হবিগঞ্জে ৪ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

আজিজুল ইসলাম সজীব::
হবিগঞ্জের লাখাই উপজেলার লাখাই বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানকে ৬ হাজার ৫শ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মেয়াদউত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে তানহা কসমেটিকসকে ২ হাজার টাকা, পোড়া তেল ব্যবহার করায় নূরে আলম মিষ্টান্নকে ২ হাজার টাকা, খাবারে ঢাকনা ব্যবহার না করায় নজরুল ইসলাম মিষ্টি ঘরকে ১ হাজার ৫শ টাকা, এবং অস্বাস্থ্যকর পরিবেশের জন্য রমজান মিয়ার মিষ্টির দোকানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ২৫টিরও বেশি ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি কার্যক্রম পরিচালিত হয়। অভিযানে সার্বিক সহয়তায় ছিলেন লাখাই থানা পুলিশের একটি টিম।

অভিযান চলাকালে অধিদপ্তরের পক্ষ থেকে ভোক্তা অধিকার আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে উপস্থিত জনসাধারণের মাঝে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *