159 total views, 1 views today
আজিজুল ইসলাম সজীব:: হবিগঞ্জের চুনারুঘাট থেকে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভুক্ত চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৯ ।
গত বৃহস্পতিবার র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি টিমের অভিযানে তাকে আটক করা হয়। আটককৃত মাদকব্যবসায়ী, চুনারুঘাট উপজেলার নয়ানী গ্রামের মৃত আবদুল আউয়ালের ছেলে আবু তাহের (৩৫)।
তার নিজের বসত ঘর থেকে তাকে আটক করা হয়। এসময় ১ কেজি ৮০০ গ্রাম গাঁজা এবং সিমকার্ডসহ ১টি মোবাইল ফোন জব্দ করেন র্যাব সদস্যরা।
র্যাব-৯ এর সিনিয়র এএসপি মাঈন উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে তিনি জানান, আটককৃত মাদক ব্যবসায়ী তাহের দীর্ঘদিন ধরে হবিগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় মাদকদ্রব্যের পাইকারি পাচার বিক্রি করে আসছিল।
উদ্ধারকৃত মাদকসহ ও গ্রেফতারকৃত আসামীকে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন তিনি।