আজিজুল ইসলাম সজীব:: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ইমদাদুল কোরেশীকে বড় বাজারের সংলগ্ন পাশে আরেকটি অন্ধকার স্থানে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করা হয়েছে।
বুধবার (২২ অাগস্ট) রাত সাড়ে ৮টার দিকে স্থানীয় বড়বাজার সংলগ্ন পাশের অন্ধকার রাস্তায় এ ঘটনা ঘটে।
তার শোরচিংকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজনেরা গুরুতর রক্তাক্ত অবস্থায় ইমদাদুলকে প্রথমে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিংসক ইমদাদুল কোরেশীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সাথে সাথে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে উন্নত চিকিংসার জন্য প্রেরণ করেন।
আহত সূত্রে জানা যায়, উপজেলার ২ নং উত্তর-পশ্চিম ইউনিয়নের সৈদরটুলা গ্রামের ইমদাদুল কোরেশী ও তাহের উল্লাহর মাঝে দীর্ঘদিন যাবৎ জায়গা সংক্রান্ত বিরোধ চলে আছিল। বুধবার রাত সাড়ে ৮টার দিকে ইমদাদুল বড়বাজার থেকে বাড়ি ফেরার সময় আগে থেকেই উৎপেতে থাকা একই এলাকার তাহের উল্লাহর পুত্র সোহাগ মিয়া (৩৫) ইমদাদুলকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক ভাবে রক্তাক্ত জখম করে। বর্তমানে ইমদাদুলকে নিবিড় ভাবে চিকিংসা করানো হচ্ছে ।
এ ব্যাপারে, বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।