এদেশের পরিবেশ বাদি সংগঠন সেভ দ্যা নেচার অব বাংলাদেশ সিলেট মদন মোহন কলেজ কমিটির অনুমোদন দেন মহানগররের সভাপতি ইমন ইবনে সাম্রাজ ও সাধারন সম্পাদক দিপ রাজ দিপায়ন।
মদন মোহন কলেজে সভাপতি নির্বাচিত করা হয় রাহুল দে কে আর সাধারন সম্পাদক নির্বাচিত করা হয় দীপ্ত দেবকে।
আর ১৩ জন বিশিষ্ট কমিটি অনুমোদন দেন তারা,এব্যাপারে ইমন জানান যারা আমাদের সাথে কাজ করতে ইচ্ছুক তাদের নিয়ে হয়েছে কমিটি এই কমিটিতে কোন বলয় বা কোন গ্রুপ দিয়ে হয় নাই কারন কোন বলয় বা কোন গ্রুপ দিয়ে হয় নাই এই কমিটি।
কমেন্ট