আজিজুল ইসলাম সজীব:: হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বরমপুর গ্রামে নিপেশ সূত্রধর (৫৮) নামে এক বৃদ্ধ গলায় ফাস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি ওই গ্রামের মৃত দুর্লভ সূত্রধরের পুত্র। গত রাতে খাওয়া দাওয়া শেষে ঘরে ঘুমিয়ে পড়লে সকালে উঠে পার্শ্ববর্তী আম গাছের সাথে তার ঝুলন্ত লাশ দেখতে স্থানীয়রা।
পরে নবীগঞ্জ থানায় খবর দিলে এসআই এমরান আহমেদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশের ছুরতহাল রিপোর্ট তৈরী করে সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন। তবে পরিবারের দাবী প্রতিপক্ষের সাথে দীর্ঘদিন ধরে তাদের বিরোধ থাকায় হয়ত বা কেউ তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখতে পারে।
এ ব্যাপারে এসআই এমরান আহমেদ জানান, ময়না তদন্তের রিপোর্টের পর তৃত্যুর কারণ জানা যাবে।
কমেন্ট