love you ।।পাগলের প্রলাপ।।

লেখক:-আজিজুল ইসলাম সজীব :-

আমি নাকি বদ্ধ উন্মাদ,
লোকে আমায় পাগল বলে।
যখন ভালো থাকি –
একটা খাতায় কবিতা লিখতে চেষ্টা করি কেন।
যখন বুকে ভালোবাসা এসে ভর করে তখনই কেন লোকে পাগলা ডাকে । যে তুমি”আমি যেমন এটাই”

তুমি হলে জজ,
আমি হলাম উকিল
কত-শত মানুষের শান্তি
নয়-ছয় করেছি দুজনে ভাবি-নি আমার জীবনটাও যে এমন হবে? কেন হল
আমি নাকি বদ্ধ উন্মাদ,
আমি নাকি পাগল কেন ।

কেন এখন রাস্তার দিকে তাক করে কেন জানি খুঁজতে থাকি বাঁচার চেষ্টায়
কেন এত কষ্ট অনুভব করতে হয় কেন ?
কেন হঠাৎ বুকে ব্যাথা করে কিসের জন্য কেন ?
কেনই বা কবিতা লিখতে হঠাৎ ইচ্ছে হয় কেন ?
আমি কেমন নাকি বদ্ধ উন্মাদ হয়ে গেছি
কেন যেন ইচ্ছে হয় প্রেম কবিতার খাতা দেখতে
কেন লিখতে চেষ্টা করি
কেনই বা মধু প্রেমের কবিতা লিখতে চাই। এত কষ্টের মধ্যে থেকে ও
দু-চোখে কেন জল আসে।
কেন শত চেষ্টা করেও পারি না কবিতা, কেন কবিতাটা লেখার সমাপ্তি মিলিয়ে নিতে পারি কেন জানি না ।
আমি নাকি বদ্ধ উন্মাদ
লোকে আমায় পাগল বলে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *