আজিজুল ইসলাম সজীব:: হবিগঞ্জ জেলার নবীগঞ্জ সদর ইউনিয়নের দত্তগ্রামের ইউপি মেম্বার আবুল কাশেম চৌধুরী কবরস্থানের উন্নয়নে বরাদ্দকৃত ১০ মে. টন চালের টাকা হজম করতে না পেরে সরকারী কোষাগারে জমা দিয়েছেন।
উল্লেখ্য, নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের দত্তগ্রামের ইউপি মেম্বার আবুল কাশেম চৌধুরী দত্তগ্রাম কবর স্থানে মাটি ভরাটের জন্য বরাদ্দকৃত ১০ মে.টন চাল বিভিন্ন সময় উত্তোলন করেন। ২০, ২৪ ও ২৭ জুন ১ম, ২য় ও ৩য় কিস্তিতে সাড়ে ৭ মে.টন চাল উত্তোলন করেন। কাজ সম্পন্ন হয়েছে মর্মে ৩০ জুন মাষ্টার রোলও দাখিল করেন। কবরস্থানের কাজ না করায় এলাকাবাসীর সাথে কাশেম চৌধুরীর বিরোধ সৃষ্টি হয়। এতে কোন উপায়ান্তর না দেখে গোপনে ইউপি মেম্বার আবুল কাশেম চৌধুরী গত ৫ আগষ্ট সরকারী কোষাগারে ১০ মে.টন চালের মুল্য ৩ লাখ ৯১ হাজার ১৩ টাকা ৪০ পয়সা জমা প্রদান করেন।
এদিকে ক্ষুব্ধ এলাকাবাসীর পক্ষে দত্তগ্রামের হারুনুর রশীদ বাদী হয়ে ৬ আগষ্ট হবিগঞ্জের বিজ্ঞ আদালতে ইউপি মেম্বার আবুল কাশেম চৌধুরীর বিরুদ্ধে চাল আত্মসাতের অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন। মামলাটি হবিগঞ্জের পিবিআইকে তদন্তের দায়িত্ব প্রদান করেন বিজ্ঞ বিচারক।