নিউজ ডেস্ক:: মুন্নি খাতুন মৌঃটঙ্গীতে ছাত্রলীগ নেতাকে অপহরণের পর কুপিয়ে গুম করার চেষ্টার প্রতিবাদে ৭ আগস্ট মঙ্গলবার রাতে এলাকাবাসী ঢাকা ময়মনসিংহ রোড প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখে।
এ সময় তারা সড়কের উপর গাড়ির টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। এলাকাবাসী ও বিক্ষোভকারীরা জানান মঙ্গলবার বিকেলে স্থানীয় কিছু সন্ত্রাসী টঙ্গী কলেজ ছাত্রলীগ নেতা শাহাদাত হোসেন শাদু কে অপহরণ করে নিয়ে যায়। কলেজ গেইট এর উদয়ন স্কুলের পাশে নিয়ে গিয়ে এলোপাতাড়ি ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করার চেষ্টা করে।
এতে সাধু গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে এরপরে নির্মাণাধীন একটি বাড়িতে তাকে ঘুম করে রাখার চেষ্টা করে সন্ত্রাসীরা। শাদুকে গুম করার চেষ্টা করছে শুনে এলাকাবাসী ও বিক্ষোভকারীরা তাকে উদ্ধার করার চেষ্টা করে এক পর্যায়ে সন্ধান না পাওয়ার পরে ময়মনসিংহ ঢাকা সড়ক অবরোধ করে এলাকাবাসী ও বিক্ষোভকারীরা।
পরবর্তীতে রাত ৯ টার দিকে এলাকবাসী কলেজ ছাত্র শাদুকে উদ্ধার উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে প্রেরণ করেন।