ছাতকের ভিবিন্ন স্থানে যান চলাচলে বাধা, কাগজপত্র প্রর্দশনে ব্যর্থদের দেয়া হচ্ছে মামলা

শংকর দত্ত:: ছাতকের গোবিন্দগঞ্জে পরিবহন শ্রমিকরা যান চলাচলে বাধা দিচ্ছে, গাড়ীর কাগজপত্র ট্রাফিক সার্জন (নিকুঞ্জ দেবনাথ)কে প্রর্দশনে ব্যর্থদের দেয়া হচ্ছে মামলা। ৪র্থ দিনের মতো দূরপাল্লার বাস চলাচল আজও বন্ধ রয়েছে। রবিবার সকাল থেকে গোবিন্দগঞ্জ এলাকায় পরিবহন শ্রমিকরা গাড়ি আটকে দিচ্ছেন।

ছাতক রোড, সুনামগঞ্জ রোড, ও সিলেট রোডে অবস্থান নিয়ে সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ করে দিচ্ছেন পরিবহন শ্রমিকরা। এ সময় তারা সব ধরনের গাড়ি চলাচলে বাধা প্রদান করেন। অফিসগামী লোকজন উপায় না পেয়ে শেষ পর্যন্ত হেঁটে তাদের কর্মক্ষেত্রে রওনা দেন। কয়েকজন যাত্রী গাড়ি চলাচলে বাধা দেয়ার প্রতিবাদ করলে তাদের ওপর চড়াও হন শ্রমিকরা।

গোবিন্দগঞ্জ পয়েন্টের ভিবিন্ন ব্যাবসায়ীদের সাথে অালাপ কালে বলেন, নিরাপত্তার অজুহাতে সকাল থেকে ছাতকের বিভিন্ন সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেন শ্রমিকরা। এ কারণে পায়ে হেঁটে অনেকে ব্যবসাপ্রতিষ্ঠানে আসছেন। এছাড়া দূরপাল্লার যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *