সিলেটের বিভিন্ন স্থানে যান চলাচলে পরিবহন শ্রমিকদের বাধা

সিলেট নগরের বিভিন্ন স্থানে পরিবহন শ্রমিকরা যান চলাচলে বাধা দিচ্ছে। তৃতীয় দিনের মতো দূরপাল্লার বাস চলাচল আজও বন্ধ রয়েছে। শনিবার সকাল থেকে নগরের দক্ষিণ সুরমার কদমতলি, হুমায়ুন, রশিদ চত্বর, সিলেট তামাবিল মহাসড়কের টিলাগড়, মেজরটিলা, শাহপরাণ গেইট, পরগনা বাজার, বটেশ্বর এলাকায় পরিবহন শ্রমিকরা গাড়ি আটকে দিচ্ছেন।

বটেশ্বর এলাকায় সড়কে অবস্থান নিয়ে সিলেটগামী সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ করে দিচ্ছেন পরিবহন শ্রমিকরা। এ সময় তারা সব ধরনের গাড়ি চলাচলে বাধা প্রদান করেন। অফিসগামী লোকজন উপায় না পেয়ে শেষ পর্যন্ত হেঁটে তাদের কর্মক্ষেত্রে রওনা দেন।কয়েকজন যাত্রী গাড়ি চলাচলে বাধা দেয়ার প্রতিবাদ করলে তাদের ওপর চড়াও হন শ্রমিকরা। এ সময় কয়েকজন যাত্রীকে তারা মারধরও করেন বলে জানা গেছে।

নগরের বন্দরবাজারের হাসান মার্কেটের ব্যবসায়ী মো. ফয়ছল আহমদ বলেন, নিরাপত্তার অজুহাতে সকাল থেকে সিলেটে বিভিন্ন সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেন শ্রমিকরা। এ কারণে পায়ে হেঁটে অনেকে ব্যবসাপ্রতিষ্ঠানে আসছেন। এছাড়া দূরপাল্লার যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে।

এ ব্যাপারে সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন সিলেটের সভাপতি সেলিম আহমদ ফলিক বলেন, পরিবহন শ্রমিকরা কোথাও গাড়ি আটকে দিচ্ছে না। যদি কেউ রাস্তায় গাড়ি আটক করে থাকে এ বিষয়ে আমার জানা নাই। খোঁজ নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তবে নিরাপত্তার অভাব থাকায় চালকরা দূরপাল্লার গাড়ি বের করছেন না। কারণ বেআইনিভাবে গাড়ি ভাঙচুর করা হচ্ছে। এর ফলে চরম ঝুঁকিতে আছেন পরিবহন শ্রমিকরা।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *