বিএনপির মন্তব্য ‘মনগড়া’: হানিফ

নিউজ ডেস্ক:: তিন সিটিতে (রাজশাহী, বরিশাল ও সিলেট) উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে দাবি করে আওয়ামী লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, পরাজয় জেনেই বিএনপি বিভিন্ন মনগড়া মন্তব্য করছে। কোথাও কোন বিশৃঙ্খলা হয়নি। আসলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই তারা (বিএনপি) বিভিন্ন ধরনের অভিযোগ করছে।

সোমবার (৩০ জুলাই) রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে তিন সিটির নির্বাচনের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি।

বিভিন্ন স্থানে বিএনপির এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দেয়া ও কেন্দ্র দখল করে সিল মারা হচ্ছে- বিএনপির এমন অভিযোগ উড়িয়ে দিয়ে হানিফ বলেন, দুয়েকটি ছোট বিচ্ছিন্ন ঘটনা ঘটে থাকতে পারে। কিন্তু সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। এজেন্টদের বের করে দেয়ার যে অভিযোগ তারা (বিএনপি) করেছেন সেগুলোর সুনির্দিষ্ট প্রমাণ দিতে হবে। অন্যথায় তা গ্রহণযোগ্য হবে না।

হানিফ বলেন, ‘নির্বাচন সবাই টেলিভিশনে দেখছে, কোথাও কোনো অনিয়মের ঘটনা ঘটছে না। পরাজয়ের ভয়েই বিএনপি মিথ্যাচার করে যাচ্ছে। এটি তাদের পুরোনো অভ্যাস’।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *