সকাল ৯টার দিকে সিলেট নগরীর ২০ নং ওয়ার্ডের ৯৬ নং এমসি কলেজ কেন্দ্রে ঢুকতে যান কয়েকজন সাংবাদিক। কিন্তু তাদের বাধা দেয় কেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্যরা। এসময় তারা প্রিজাইডিং অফিসারের কাছে যেতে চাইলেও বাধা দেয় হয়। বলা হয়- ‘তার সঙ্গে দেখা করতে দেয়া হবে। তিনি দেখা করতে চান না।’
এসময় প্রিজাইডিং অফিসারের রুম বন্ধ দেখা যায়। রুমের বাইরে একাধিক পুলিশ ও আনসার সদস্যকে দেখা যায়। প্রায় আধাঘণ্টা চেষ্টার পরও প্রিসাইডিং অফিসারের সঙ্গে দেখা করা সম্ভব হয়নি। পরে সাংবাদিকদের কেন্দ্রের ভেতর থেকে বের করে দেয়া হয়।
সরজমিনে ওই কেন্দ্রে দেখা যায়, কেন্দ্রের ভেতরে নৌকা মার্কার ব্যাজ পরে আওয়ামী লীগের নেতাকর্মীরা জটলা পাকাচ্ছেন। ওই কেন্দ্রের কোনো বুথেই ধানের শীষের এজেন্ট পাওয়া যায়নি।
কেন্দ্রের বাইরে অবস্থানরত স্থানীয়রা অভিযোগ করেন, প্রিজাইডিং অফিসারের আচরণ রহস্যজনক। পুলিশ পাহারায় তিনি কক্ষের ভেতরে কি করছেন তা জানা প্রয়োজন।