সিলেটে জাতীয় পাবলিক সার্ভিস দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় পাবলিক সার্ভিস দিবস ২০১৮ উপলক্ষ্যে সিলেট জেলা প্রশাসনের আয়োজনে ২৩ জুলাই সোমবার রিকাবীবাজারস্থ মোহাম্মদ আলী জিমনেসিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় সরকারের উপ-পরিচালক দেবজিত সিন্হার সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক সন্দ্বীপ কুমার সিংহের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মৃনাল কান্তি দেব। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জনগণের সেবা দিতে সকলকে আন্তরিক হতে হবে। প্রত্যেক নাগরিকেরা সেবা দেবার জন্য আমরা সার্ভিস করছি। তারা যাতে সঠিক সেবা পেতে পারে তার জন্য সচেষ্ট হতে হবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের সিইও আব্দুল আহাদ।

এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন সিলেটের আবুল কালাম আজাদ, জেলা মৎস কর্মকর্তা মোঃ সুলতান আহমেদ, ইসলামী ফাউন্ডেশনের পরিচালক ফরিদ উদ্দিন আহমদ, এসএমপি’র এডিসি প্রণব কুমার রায়, সিলেট ভারপ্রাপ্ত পুলিশ সুপার ড. মো: আক্তারুজ্জামান বাবু মিয়া, ডিআইজির কার্যালয় সিলেট রেঞ্জের পুলিশ সুপার মোঃ নুরুল ইসলাম প্রমুখ।

এর আগে এক র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রক্ষিণ করে রিকাবীবাজারস্থ মোহাম্মদ আলী জিমনেসিয়ামে এসে শেষ হয়।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *