সিলেট জেলা ও মহানগর বিএনপির তিন শীর্ষনেতাসহ দলের ৩৯ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
গত ২১ জুলাই এসএমপি’র উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এর কার্যালয় ঘন্টাখানেক অবরুদ্ধ করে রাখে বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে বিএনপির শতাধিক নেতা-কর্মী। এ ঘটনায় ডিবি’র এ এস আই ফয়েজ আহমদ বাদী হয়ে ৩৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
শাহপরান থানার ওসি আখতার হোসেন জানান, এ মামলায় পুলিশ রবিবার গভীর রাতে ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও জেলা ছাত্রদলের সদ্য প্রাক্তণ সভাপতি সাঈদ আহমদকে আটক করেছে পুলিশ। তবে মেয়র প্রার্থী আরিফুল চৌধুরীকে মামলায় আসামী করা হয়নি বলে জানান তিনি।
কমেন্ট