লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, রাজনীতির নাম করে ধর্মের ব্যবহার এবং ধর্মকে নিয়ে ব্যবসার কারণে আমাদের সম্প্রীতি নষ্ট হচ্ছে।আমরা এই সম্প্রীতি নষ্ট করতে দেব না। বাংলাদেশের একটি দীর্ঘ ঐতিহ্য আছে। আমরা কখনও হানাহানি করিনি। এটা বজায় রাখতে হবে।
তিনি বলেন, সারা বিশ্বেই সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে। এ দেশেও সংখ্যালঘুরাও ভালো নেই। নির্বাচন আসছে, সংখ্যালঘুরা টেনশনে, কী হয় না হয়! সোমবার সন্ধ্যায় সিলেটে ‘সম্প্রীতি বাংলাদেশ’ আয়োজিত সুধী সমাবেশে তিনি এ কথা বলেন। সিলেট নগরীর হাফিজ কমপ্লেক্সে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কমেন্ট