কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ মামা-ভাগ্নে নিহত

নিউজ ডেস্ক::  কুষ্টিয়ার মিরপুরে কথিত বন্দুকযুদ্ধে ফুটু ওরফে মোন্না (৩৫) ও রাসেল আহম্মেদ (৩০) নামে দুই ‘মাদক ব্যবসায়ী’ নিহত হয়েছেন বলে দাবি করেছে র‌্যাব। বুধবার ভোরে মিরপুর উপজেলার কূর্শা ইউনিয়নের আনান্দ বাজার বালুচর সংলগ্ন জোয়াদ্দারের ইটভাটার কাছে এ ঘটনা ঘটে।

কুষ্টিয়া র‌্যাব-১২ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোহাই মিনুল রহমান জানান, মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশে একদল মাদক ব্যবসায়ী অবস্থান করছে, এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি চালালে দুই ব্যবসায়ী গুলিবিদ্ধ হন। পরে তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতরা সম্পর্কে মামা ভাগ্নে।

র‌্যাবের দাবি, তারা তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী। এ বন্দুকযুদ্ধে র‌্যাবেরও দুই সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে একটি বিদেশি নাইম এমএম পিস্তল, একটি দেশি ওয়ান শুটারগান, দু্ইটি কার্তুজ, ১২ রাউন্ড গুলি, ৪০ লিটার চোলাই মদ, ১৫০০ পিচ ইয়াবা ও ২৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *