হজরত শাহজালাল (র.) মাজার জিয়ারতের মাধ্যমে শুরু হলো কামরানের নির্বাচনী প্রচারণা

হজরত শাহজালাল (র.) মাজার জিয়ারতের মাধ্যমে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু করলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান।

মঙ্গলবার (১০ জুলাই) সকালে নৌকা প্রতীক বরাদ্দ পেয়ে সকাল ১১টার দিকে হজরত শাহাজালাল (র.) মাজার জিয়ার করেন তিনি।

৩০ জুলাই অনুষ্ঠিতব্য সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদের ৭ প্রার্থীর মধ্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সদ্য সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরী লড়বেন ধানের শীষ প্রতীকে। নাগরিক কমিটি মনোনীত প্রার্থী বদরুজ্জামান সেলিম পেয়েছেন বাসগাড়ী প্রতীক, মহানগর জামায়াতের আমির এহসানুল মাহবুব জুবায়ের পেয়েছেন টেবিল ঘড়ি, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সদস্য ডা. মোয়াজ্জেম হোসেন পেয়েছেন হাতপাখা প্রতীক, সিপিবি-বাসদ মনোনীত প্রার্থী আবু জাফর মই ও স্বতন্ত্র প্রার্থী এহসানুল হক তাহের পেয়েছেন হরিণ প্রতীক।

আজ সকালে নির্বাচন অফিস থেকে প্রতীক বরাদ্দ পেয়েই প্রার্থী ও সমর্থকরা নির্বাচনী প্রচার-প্রচারণায় নেমে পরেন।

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান মেয়র পদের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের বিষয়টি নিশ্চিত করেছেন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *