নিউজ ডেস্ক:: নবনিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত রেনজি তিরিংক আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় রোহিঙ্গাদের সহায়তায় ইইউয়ের পক্ষ থেকে আরো ৩০ মিলিয়ন ইউরো দেওয়ার আশ্বাস দেন রেনজি।
সাক্ষাতের সময় রোহিঙ্গাদের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের সহায়তার বিষয়টি তারা আলোচনা করেন। এ সময় রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি ইইউয়ের সমর্থন অব্যহত থাকবে বলেও প্রধানমন্ত্রীকে জানান নতুন এই রাষ্ট্রদূত।
তাদের সাক্ষাতের আগেই রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে দুই দিনের সফরে শনিবার ঢাকায় আসেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। সে প্রসঙ্গও উঠে আসে উভয়ের আলোচনায়।
সাক্ষাতকালে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন স্বচ্ছ ও গ্রহণযোগ্য হবে বলে আশাপ্রকাশ করেন ইইউ রাষ্ট্রদূত।
বিপুল সংখ্যক রোহিঙ্গাকে বাংলাদেশের জন্য বোঝা হিসাবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কক্সবাজারের টেকনাফে স্থানীয় জনগণের কৃষিজমি দখল হয়ে আছে।