সাংবাদিক ইকবাল মনসুরের চিকিৎসার জন্য সংগৃহিত টাকার উদ্ধৃতাংশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার চ্যানেল এস- এর এমডি তাজ চৌধুরী সহ সিলেটের সাংবাদিকরা ইকবাল মনসুরের মায়ের কাছে চেক হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন- শ্যামল সিলেট এর নির্বাহী সম্পাদক আব্দুল মুকিত, ইকবাল মনসুর ট্রিটমেন্ট ফান্ডের আহবায়ক আব্দুল বাতিন ফয়সল, টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক ওয়েছ খছরু, চ্যানেল এস’র ব্যুরো প্রধান মঈন উদ্দিন মনজু, লন্ডন প্রবাসী কমিউনিটি নেতা লন্ডন বাংলা প্রেসক্লাবের সদস্য জামাল উদ্দিন ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের কোষাধ্যক্ষ বেলায়েত হোসেন, বাংলানিউজের ফটো সাংবাদিক আবু বক্কর, চ্যানেল এস’র ক্যামেরাপার্সন রুহিন আহমদ।
ইকবাল মনসুর অসুস্থ হওয়ার পর তার চিকিৎসার্থে বাংলাদেশে ইকবাল মনসুর ট্রিটমেন্ট কান্ড গঠন করা হয়। ওই ফান্ডে প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ লাখ টাকার অনুদান প্রদান করেন। চিকিৎসার্থে অর্থ সংগ্রহে চ্যানেল এস, লন্ডন বাংলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, যুক্তরাজ্যে স্বেচ্ছাসেবী সংগঠন জাষ্টহেল্প ফাউন্ডেশনের সহযোগিতায় চ্যানেল এস’র এমডি তাজ চৌধুরী ও জাষ্টহেল্প ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজানুর রহমান এর সার্বিক সমন্বয়ের মাধ্যমে লন্ডনে অর্থ সংগৃহিত হয়। বাংলাদেশে সিলেট সিটি কর্পোরেশনের সদ্য সাবেক মেয়র আরিফুল হক চেীধুরী, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাক্তিগত ফটোগ্রাফার হাবিবুর রহমান হাবিব ও সিলেটের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাও ব্যবসায়ী নেতৃবৃন্দের সহযোগীতায় তার চিকিৎসার্থে অর্থ সংগৃহিত হয়।