শাহপরাণ এলাকা থেকে সাংবাদিক নিপীড়ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯

রিমা বেগম পপি:: রবিবার (১জুলাই) সিলেটের শাহপরান থানা এলাকা থেকে তোফায়েল আহমদ (৩০) নামে সাংবাদিক নিপীড়ন মামলার এক ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)৯ এর একটি টিম। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার আফজাল হোসের নেতৃত্বে অভিযান চালিয়ে এসএমপির শাহপরান থানাধীন বটেশ্বর এলাকা থেকে র‌্যাব তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত তোফায়েল আহমদ সিলেটের জৈন্তাপুর উপজেলার ঘাটের চলি গ্রামের শফিকুর রহমানের পুত্র।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত তোফায়েলে গত ২৬ জানুয়ারী তারিখে সিলেটের আদালত প্রাঙ্গনে সাংবাদিকদের উপর হামলা ঘটনায় কতোয়ালী থানায় দায়েরকৃত ৩৫নং মামলার অন্যতম ও ওয়ারেন্টভুক্ত আসামী। সে গ্রেফতার এড়ানোর জন্য দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃত আসামীকে সিলেটের কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন অরিরিক্ত পুলিশ সুপার ও র‌্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক(মিডিয়া)মনিরুজ্জামান।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *