সুনামগঞ্জে ছিনতাইকারী গ্রেফতার করেছে পুলিশ

নিজস্ব প্রতিনিধি:: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল উওর ইউনিয়নের ব্রাহ্মণগাঁও গ্রাম থেকে আনোয়ার হোসেন নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার বেলা সাড়ে ১০টার দিকে তাকে আটক করা হয়। সে শ্রীপুর উওর ইউনিয়নের বালিয়াঘাট সীমান্তের বালিয়াঘাট (বাদারগড়) পাড়ার ইছব আলী ওরফে ফুটকার ছেলে।

৫দিন আগে সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে কয়লা ব্যবসায়ীর ওপর হামলা করে সোয়া লাখ টাকা টাকা ছিনতাই করে নিয়ে যাওয়ার ঘটনায় তাকে আটক করা হয়।

এ ব্যাপারে রোববার সকালে আনোয়ার ও তার অপর তিন সহযোগীসহ ৪ ছিনতাইকারীর বিরুদ্ধে থানায় একটি মামলা করা হয়েছে।

তাহিরপুর থানার ওসি শ্রী নন্দন কান্দি ধর বলেন, হামলা ও ছিনতাইর ঘটনার সত্যতা পাওয়ায় ঘটনার মূল হোতা আনোয়ারকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করার পর ছিনতাইকৃত টাকা উদ্ধার ও ইতিপূর্বে একাধিক ছিনতাইয়ের ঘটনার তথ্য জানতে পুলিশ রিমান্ডের আবেদন জানাবে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *