আরিফের বাসায় বিএনপির মিটিং:সেলিম সহ অনেকেই অনুপস্থিত

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচন নিয়ে বিএনপি নেতাদের সাথে নিজ বাসায় বৈঠকে বসেছিলেন মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী। দলটির সিলেট মহানগর সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম সহ অনেক নেতা কর্মী ঐ বৈঠকে দেখা যায়নি। বিএনপির প্রার্থী আরিফুল হকের পাশাপাশি বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন বদরুজ্জামান সেলিমও। দলের অনেক শীর্ষ নেতা আরিফের বিরুদ্ধে অবস্থান নেন। ফলে দলের ভেতরে অনেকটাই কোনটাসা হয়ে পড়েন সদ্য বিদায়ী এই মেয়র। দলের এই বিভক্তি দূর করতে শুক্রবার রাতে নিজের বাসায় বিএনপির শীর্ষ নেতাদের সাথে বৈঠক করেন আরিফ।কিন্তু ঐ বৈঠকে অনেক নেতৃবৃন্দকে দেখা যায় নি।

সিলেট বিএনপির একাধিক সুত্রে জানা গেছে, বৈঠকে বিএনপির ‘বিদ্রোহী প্রার্থী’ বদরুজ্জামান সেলিমকে মনোনয়নপত্র প্রত্যাহার করতে অনুরোধ, জামায়াতের প্রার্থী এহসান মাহবুব জুবায়েরকে জোটগত সিদ্ধান্ত মেনে নিয়ে প্রার্থীতা প্রত্যাহারের অনুরোধ, আরিফের সাথে দলীয় নেতাকর্মীদের দুরত্ব নিরসনে উদ্যোগসহ নির্বাচনে আবারো বিএনপির দলগত প্রার্থী হিসেবে আরিফুল হক চৌধুরীকে বিজয়ী করতে নির্বাচনকালীন কমিটি গঠন সহ নানা পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিয়ে আলোচনা করা হয়।

মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদের পরিচালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা এম,এ হক, খন্দকার আব্দুল মুক্তাদির, সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ডা: সাখাওয়াত হোসেন জীবন, সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) সাবেক এমপি দিলদার হোসেন সেলিম, বিএনপিকেন্দ্রিয় নিবার্হী কমিটি ক্ষুদ্র ঋন বিষয়ক সহ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, বিএনপি কেন্দ্রিয় নিবার্হী কমিটি সদস্য, সদ্য সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপি কেন্দ্রিয় নিবার্হী কমিটি সদস্য ও জেলা বিএনপি সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, বিএনপি কেন্দ্রিয় নিবার্হী কমিটি সদস্য ও সাবেক এমপি শফি আহমদ চৌধুরী, বিএনপি কেন্দ্রিয় নিবার্হী কমিটি সদস্য ডা: শাহরিয়ার হোসাইন চৌধুরী, জেলা বিএনপির সাবেক আহবায়ক এডভোকেট নুরুল হক, জেলা বিএনপি সহ-সভাপতি আবুল কাহির চৌধুরী, মহানগর বিএনপি সহ-সভাপতি এডভোকেট ফয়জুর রহমান জাহেদ, এডভোকেট হাবিবুর রহমান, হুমায়ুন কবির শাহীন, সালেহ আহমদ খসরু, এডভোকেট আশিক উদ্দিন, মঈনুল হক চৌধুরী, মহানগর বিএনপি সহ সভাপতি জিয়াউল গনি আরেফিন জিল্লুর, জেলা সহ-সভাপতি একেএম তারেক কালাম, ডা: নাজমুল ইসলাম, মুহাম্মদ মকন চেয়ারম্যান, মো: শাহবুদ্দিন, আব্দুল সাত্তার, নিহার রঞ্জন দাস, সামিয়া বেগম চৌধুরী, আজির উদ্দিন চেয়ারম্যান, মো: শাহাবুদ্দিন, জিয়াউল হক, এডভোকেট বাহার চৌধুরী, আমীর হোসেন, মহানগর বিএনপি উপদেষ্টা ফাত্তা বকশি, একেএম আহাদু সামাদ, শহিদ আহমদ চেয়ারম্যান, মাজহারুল ইসলাম ডালিম, মহানগর বিএনপি যুগ্ন সম্পাদক আজমল বক্ত সাদেক এডভোকেট শামীম সিদ্দিকী, এমদাদ হোসেন চৌধুরী, সৈয়দ মঈন উদ্দিন সুহেল, মাহবুবুল কাদির শাহী, ইসতিয়াক আহমদ সিদ্দিকী, এডভোকেট আতিকুর রহমান সাবু, সৈয়দ শাফেক মাহবুব, মঈনুল হক, মহানগর বিএনপি সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট হাসান পাটোয়ারী রিপন, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ তৌফিকুল হাদী, মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মাহবুব চৌধুরী, মুর্শেদ আহমদ মুকুল, জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, কোষাধক্ষ্য এডভোকেট আবুল ফজল,মহানগর বিএনপি প্রচার সম্পাদক শামীম মজুমদার প্রমুখ।

 

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *