সজল দেব নাথ:: রোটারি ক্লাব অব সিলেট ইস্ট এর ১ম জম্মদিন নগরী সরকারি শিশু পরিবার (ছোটমনি নিবাস) বাঘবাড়িতে কেক কেটে পালন করা করা হয়।বুধবার বিকাল ৪ঃ৩০ মিনিট এ নগরীর বাঘবাড়িস্থ সরকারি শিশু পরিবারকে নিয়ে রোটারি ক্লাব অব সিলেট ইস্ট এর জম্মদিন এর আয়োজন করা হয় । অনুস্টানে সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অব সিলেট ইস্ট এর প্রেসিডেন্ট এডঃ রোটঃ এ,এইচ,এম রুহুল হুদা
প্রধান অতিথি ছিলেন পি.ডি.জি শহীদ আহমদ চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল এম আতাউর রহমান পীর (ডি,জি,এন)ও নুরুল হক সোহেল ( জোনাল কো-অর্ডিনেটর ১৮-১৯, সুরমা জোন)
অতিথিদের সম্বনয়ে কেক কাটার মধ্যদিয়ে অনুস্টান এর সুচনা করা হয়, প্রধান অতিথি ও বিশেষ অতিথি শিশুপরিবার বাচ্চাদের মুখে কেক তুলে দেন,
এই সময় উপস্তিত ছিলেন রোটারি ক্লাব অব সিলেট ইস্ট প্রেসিডেন্ট ইলেক্ট মিজানুর রহমান কবির আহমদ খাঁন
প্রেসিডেন্ট নমিনী রোটাঃ সামসুল আমিন রাকী , রোটাঃ সাদিক আহমেদ, রোটাঃ ডানিয়াল হাসান, রোটাঃ সজল দেব নাথ রোটাঃ আবু তাহের, রোটাঃ আব্দুস শহীদ, রোটাঃ মনিরুল ইসলাম,রোটঃ আব্দুর রশিদ, প্রমুখ