সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে আরিফুল হক চৌধুরীর দলীয় মনোনয়ন পেলেন। তিনি সিসিকের বর্তমান মেয়র।
তবে আজ বৃহস্পতিবার মেয়র পদ থেকে পদত্যাগ করছেন তিনি।
সিসিক নির্বাচনের তফসিল অনুসারে, আজ বৃহস্পতিবার (২৮ জুন) শেষ হচ্ছে মনোনয়নপত্র জমাদানের সময়। বিএনপির মনোনয়ন পাওয়া আরিফুল হক চৌধুরীকেও আজ মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দিতে হবে। কিন্তু তার আগে, নির্বাচনী বিধি অনুযায়ী মেয়র পদ থেকে পদত্যাগ করতে হবে আরিফকে।
এই বিধি মেনে আজ বৃহস্পতিবার পদত্যাগ করবেন আরিফ। এরপর দলীয় নেতাকর্মীদের নিয়ে জমা দেবেন মনোনয়নপত্র।
কমেন্ট