নিজস্ব প্রতিবেদক :: সিলেট সিটি করপোরেশন নির্বাচনে দলীয় মনোনয়নপত্র জমা দিলেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান।বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে তিনি এ মনোনয়নপত্র জমা দেন।
এ সময় তিনি সিলেট নগরীকে একটি মাস্টার প্ল্যানের মধ্য দিয়ে মডেল নগরী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে নির্বাচনে চূড়ান্ত বিজয় পর্যন্ত সবাই তার পাশে থাকার আহবান জানান।
সেখান থেকে তিনি মনোনয়ন জমাদানের জন্য নির্বাচন কমিশন অফিসে রওয়ানা দেন।
কমেন্ট