মাদকসেবীদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেন ভ্রাম্যমান আদালত

সিলেটের বিভিন্ন স্থানে মাদক বিরোধী বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে অবৈধ মাদক রাখা ও সেবন করার অপরাধে ১৭ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেছে র‌্যাব-৯ এর মাদকবিরোধী বিশেষ ভ্রাম্যমান আদালত। রোববার রাত ৯টা থেকে আজ সোমবার সকাল ৯টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

অভিযানে সাজাপ্রাপ্ত আসামী ও সাজার মেয়াদ হলো- দক্ষিণ সুরমার ঝধি দক্ষিণ সুরমা গ্রামের সোলেমানের ছেলে রায়হানকে (৩০) ২ মাস, কোতোয়ালী থানার রন্দর গ্রামের আফজাল আলীর ছেলে মুনজুরকে (২১) ১ মাস, দক্ষিণ সুরমার আব্দুশ শুকুরকে (৩০) ১ মাস, দক্ষিণ সুরমার খালের মুখ গ্রামের আব্দুল হাতেমের ছেলে মো. রমজানকে (৩০) ১ মাস, একই থানার সিলাম গ্রামের মৃত ওমর আলীর ছেলে আব্দুল হেকিমকে (৫০) ৩ মাস, এয়ারপোর্ট থানার বাদামবাগিচার ওসমান আলীর ছেলে সাদিকুর রহমানকে (২৪) ২ মাস, দক্ষিণ সুরমার দয়ানীর গ্রামের আরস আলীর ছেলে ইমন সওদাগরকে (২২) ১৫ দিন, কোতোয়ালী থানার মন্তু মিয়ার ছেলে লিলু মিয়াকে (৩০) ১ মাস, দক্ষিণ সুরমার শিববাড়ীর নূর ইসলামের ছেলে রাজন আহমদকে (৩৫) ২০ দিন, শিবাবাড়ীর ইউসুফ মিয়ার ছেলে মইনুল ইসলামকে (২৪) ১ মাস, কোতোয়ালী থানার কলাপাড়া গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে মনিরকে (৩০) ১ মাস, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের মো. মজিদুল হকের মিজানকে (২৫) ১ মাস, দক্ষিণ সুরমার স্টেশন রোডের মৃত আবুল আলীর ছেলে সোহেল আহম্মদকে (২০) ১ মাস, কোতোয়ালী থানার জেলরোডের রনজিত পালের ছেলে রতন পালকে (২০) ১৫ দিন, দক্ষিণ সুরমার লাউয়াই গ্রামের মৃত মর্তুজ আলীর ছেলে মোকলেসকে (৩৫) ১ মাস, সেলিম মিয়ার ছেলে মো. গামসুল ইসলামকে (৩০) ১ মাস, দক্ষিণ সুরমার চাঁদনীঘাটের মৃত আলী নওয়াবের ছেলে সুমন মিয়াকে (৩১) ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড।

মাদক সেবনকারীদের কাছ থেকে ৩২ গ্রাম গাঁজা উদ্ধার করে ধ্বংস করা হয়। মাদকসেবীদের কারাগারে প্রেরণ করা হয়েছে। র‌্যাব ৯ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সকল তথ্য জানান।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *