সিলেটে বিএনপির মেয়র প্রার্থীর নাম ঘোষণা সোমবার

সোমবার সিলেটের মেয়র প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার রাজশাহী ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থী ঘোষণা করলেও একই দিন অনুষ্ঠেয় সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা করেনি বিএনপি।

রাজশাহীতে বর্তমান মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলকে রাখলেও বরিশালে প্রার্থী বদলে মজিবর রহমান সরোয়ারকে প্রার্থী করেছে বিএনপি।

সিলেটে জোট শরিক জামায়াতে ইসলামীকে ছাড় দেওয়ার গুঞ্জন থাকলেও সাংবাদিকদের প্রশ্নে তা উড়িয়ে দেন ফখরুল।

সিলেটের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী এবারও মেয়র প্রার্থী হতে বিএনপির মনোনয়ন বোর্ডে সাক্ষাৎকার দিয়েছেন। তিনি বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য।আগামী ৩০ জুলাই অনুষ্ঠেয় তিন সিটি করপোরেশন নির্বাচনে ধানের শীষের প্রার্থী ঠিক করতে রোববার ঢাকার গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকে বসে বিএনপির স্থায়ী কমিটি তথা মনোনয়ন বোর্ড।

এরপর সাংবাদিকদের সামনে এসে বরিশাল ও রাজশাহীতে দলের মেয়র প্রার্থীদের নাম জানান বিএনপি মহাসচিব ফখরুল।

এর আগে বৃহস্পতিবার বিএনপির মনোনয়ন বোর্ড তিন সিটিতে প্রার্থী হতে ইচ্ছুক বুলবুল, সরোয়ারসহ ১৭ জনের সাক্ষাৎকার নিয়েছিলেন।

বরিশালে এবারও প্রার্থী হতে সাক্ষাৎকার দেন বর্তমান মেয়র আহসান হাবীব কামালও। ২০১৩ সালে অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের শওকত হোসেন হিরণকে হারিয়ে মেয়র নির্বাচিত হন তিনি।

তাকে বদলে যাকে বিএনপি প্রার্থী করেছে, সেই সরোয়ার আগে বরিশালের মেয়র ছিলেন। তিনি দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিবের দায়িত্বেও রয়েছেন।

বরিশালে আওয়ামী লীগ প্রার্থী করেছে সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর ছেলে সাদেক আবদুল্লাহকে।

রাজশাহীতে এবারও নৌকা প্রতীকে মেয়র হতে লড়বেন এ এইচ এম খায়রুজ্জামান লিটন, যিনি একবার মেয়র নির্বাচিত হওয়ার পর ২০১৩ সালের নির্বাচনে বুলবুলের কাছে হেরেছিলেন।

সিলেটে বিএনপি এখনও প্রার্থী ঠিক না করলেও আওয়ামী লীগ গতবার হেরে যাওয়া বদরউদ্দিন আহমদ কামরানকেই প্রার্থী করেছে বিএনপি। তিনিও একবার মেয়রের দায়িত্ব পালনের পর গতবার আরিফুল হকের কাছে হেরেছিলেন।

রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৮ জুন। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ৯ জুলাই পর্যন্ত। এরপর ৩০ জুলাই ভোটগ্রহণ হবে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *