বিনোদন ডেস্ক:: ‘ভির দি ওয়েডিং’-এর পর এবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে করণ জোহরের ফিল্ম ‘লাস্ট স্টোরিজ’। কারণ, ছবির হস্তমৈথুনের দৃশ্য। ছবির হস্তমৈথুন দৃশ্যের সঙ্গে করণ লতা মঙ্গেশকরের গাওয়া ‘কভি খুশি কভি গম’ ছবির টাইটেল ট্র্যাক ব্যবহার করেছেন পরিচালক করণ জোহর। আর এতেই রীতিমতো ক্ষুব্ধ লতা মঙ্গেশকরের পরিবারের সদস্যরা। এই সংবাদ প্রকাশ করে জি-২৪ ঘণ্টা।
বিষয়টি নিয়ে বিরক্ত লতা মঙ্গেশকরের পরিবারের এক সদস্যের প্রশ্ন, কেন? কেন করণ জোহর লতা দিদির এই গান এ ধরনের এক অস্বস্তিকর দৃশ্যে ব্যবহার করেলেন? আমার এখনও মনে আছে তার ‘কাভি খুশি কাভি গাম’ ছবির জন্য দিদি যখন এই গান গেয়েছিল করণ তখন কী ভীষণ খুশি ছিল।
সেসময় করণ এতটা খুশি ছিল যেন তার স্বপ্ন সত্যি হলো। আর এখন এই গানটাই দুঃস্বপ্ন হয়ে দাঁড়াবে। মঙ্গেশকর পরিবরের ক্ষুব্ধ সদস্য আরো বলেন, আমরা কখনোই ভাবিনি এই বয়সে এসে লতাজির গাওয়া এই গান এধরনের একটা দৃশ্যের জন্য ব্যবহার করা হবে। আমরা অবাক হয়ে যাচ্ছি খানিকটা ভজনের মতো এই গান তাও আবার যেটা এশিয়ার মধ্যে অন্যতম সেরা গায়িকার গাওয়া তা এধরনের একটা দৃশ্যের সঙ্গে ব্যবহার করা হবে। করণ এই দৃশ্যের জন্য অন্যকোনো গানও ব্যবহার করতে পারত