শাহজালালে স্বর্ণের বারসহ বিদেশী নাগরিক আটক

নিউজ ডেস্ক:: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৫ কেজি ৪৮৭ গ্রাম স্বর্ণের বারসহ এক বিদেশি নাগরিককে আটক করেছে শুল্ক গোয়েন্দারা। শনিবার দিবাগত রাত ১টার দিকে তাকে আটক করা হয়েছে। আটককৃত স্বর্ণের মূল্য প্রায় দুই কোটি ৭৪ লাখ টাকা। এ বিষয়ে শুল্ক ডিসি মারুফ হোসেন বলেন, স্বর্ণসহ আটক যাত্রীর নাম লুই কুন হং (৩৩)। তিনি চীনা বংশোদ্ভূত এবং মালয়েশিয়ার নাগরিক। শনিবার মধ্যরাতে মালয়েশিয়া থেকে আসা একটি ফ্লাইটে ঢাকা আসেন।

বিমানবন্দরে নামার পর কাউকে কিছু না জানিয়ে গ্রিন চ্যানেল অতিক্রম করে বাইরে বের হওয়ার চেষ্টা করেন। এসময় তল্লাশি করে তার জুতার মধ্যে লুকানো অবস্থায় স্বর্ণের বারগুলো পাওয়া যায়। তার কাছ থেকে ১ কেজি ওজনের চারটি স্বর্ণের বার এবং ৬পিস স্বর্ণ বারের কাটপিস আটক করা হয়। আটককৃত স্বর্ণের ওজন ৫ কেজি ৪৮৭ গ্রাম। আটককৃত পণ্য ও যাত্রীর বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *